৭ জুন রবিবার সকালে প্রতি মৌসুমের ন্যায় কৃষকের উৎপদান খরচের মধ্যে ধানের বাজার মূল্যের ব্যবধানে কৃষকের জন্য এক নতুন সংকট তৈরী হয়। এ উদ্যোগে কৃষকদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সরাসরি কৃষকের কাজ থেকে ন্যায় মূল্যে ধান ক্রয়ের জন্য রাঙামাটি জেলা কৃষকদল স্বারকলিপি প্রদান করা হয়।
রাঙামাটি জেলা কৃষকদলের স্বারকলিপি গ্রহন করেন রাঙামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ।
এ সময় উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও রাঙামাটি জেলা বিএনপি’র সহ-প্রচার সম্পাদক অলোক প্রিয় চৌধুরী রিন্ট, জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক তারা মিয়া, রাঙামাটি সদর থানা কৃষকদলের সভাপতি মো. হানিফ ও সাধারণ সম্পাদ মো. আলাউদ্দিন প্রমূখ।