স্টাফ রিপোর্টার:: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় তৈকর্মার কুমার কার্বারী পাড়া এলাকায় পিলো কুমার ত্রিপুরা(৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে নিহতের লাশ বাড়ীর পাশ্ববর্তী জায়গা থেকে গুইমারা থানা পুলিশ উদ্ধার করে। সে এক সন্তানের জনক ও ঐ এলাকার কৃতান্ত ত্রিপুরা ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মিজানুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক জেলা সদর পাসপাতালে প্রেরন করা হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও তিনি জানান।
স্থানীয়রা সূত্রে জানা যায়, কে বা কাহারা হত্যা করে বাড়ির নিকটবর্তী পাহাড়ের উপরের চলাচল রাস্তার পাশে ফেলে রাখে।
স্থানীয়রা তার লাশ দেখে গুইমারা থানায় জানালে ওসি মো: মিজানুর রহমান ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ সময় রামগড় সার্কেল ফরহাদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহত যুবকের মাথার পিছনে ও বুকে আঘাতের চিহৃ রয়েছে।