শিরোনাম
সোম. ডিসে ২৩, ২০২৪

এই গরমে প্রাণ জুড়াবে ঠান্ডা ঠান্ডা টক দইয়ের শরবত

লাইফস্টাইল ডেস্ক

গরমে তৃষ্ণা মেটাতে অনেকেই শরবত খেতে পছন্দ করেন। এদিকে টক দই আমাদের শরীরের জন্য কতটা উপকারী তা নিশ্চয়ই জানেন? এই গরমে ঠান্ডা কিছু পান করতে চাইলে তৈরি করে ফেলুন টক দইয়ের শরবত। রেসিপি খুবই সহজ। এটি মুহূর্তেই ক্লান্তি দূর করে দেহে এনে দেবে সতেজতা। জেনে নিন রেসিপি-

উপকরণ

* টক দই- ১ কাপ
* গুঁড়া দুধ-৩ টেবিল চামচ
* লবণ- ১/২ চা চামচ
* চিনি- ১/২ কাপ
* পানি- পরিমাণমতো
* বরফের টুকরো- কয়েকটি।

যেভাবে তৈরি করবেন

সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। ঠান্ডা ঠান্ডা এক গ্লাস শরবত আপনার সারাদিনের ক্লান্তিকে মুহূর্তেই দূর করে দেবে।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!